কাপ্তাই সড়ক চার লেইন বাস্তবায়ন কমিটির মানববন্ধনের ঘোষণা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রামকাপ্তাই সড়ক দিয়ে উত্তর চট্টগ্রামের ৩৭ লাখ মানুষ চলাচল করে। কিন্তু সড়ক প্রতিষ্ঠার দীর্ঘ ৬৪ বছরেও এই সড়ক প্রশস্ত করা হয়নি। এতে এই সড়কে প্রতিনিয়ত যানজটে কর্মঘন্টা নষ্ট এবং দুর্ঘটনায় প্রাণহানিসহ হতাহতের ঘটনা ঘটেই চলেছে। সর্বশেষ সড়কের রাঙ্গুনিয়ার মরিয়মনগর কাটাখালী এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়। সমপ্রতি চুয়েটের শিক্ষার্থী নিহতের ঘটনায় তাদের আন্দোলনের প্রেক্ষিতে সড়কটি দুই লাইনে উন্নীত করার আশ্বাস দেয়া হলেও বাস্তবায়ন হয়নি। উল্টো পাশের ফুটপাত দখল করে ৩৪ ফুট সড়ক প্রসশস্তের কাজ চললেও, তাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে না, বরং সড়কের উপর হাটতে গিয়ে দুর্ঘটনা বাড়বে। গত মঙ্গলবার দুপুরে কাপ্তাই সড়ক চার লেইন বাস্তবায়ন কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিটির সভাপতি মোহাম্মদ শরীফ। রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে নেতৃবৃন্দ জানান, কাপ্তাই সড়ক চার লেইন বাস্তবায়নের দাবীতে ঈদের পর লাগাতার আন্দোলনের অংশ হিসেবে এই সংবাদ সম্মেলন। এরমাধ্যমে দাবী বাস্তবায়নে এবার মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। অচিরেই তারিখ ঘোষণা করা হবে বলে জানান নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তব্য দে হাজী মোহাম্মদ হারুনুর রশীদ, এম কামাল উদ্দিন মাস্টার, নুরুল আমিন, সাইফুল ইসলাম খোকন, ডা. কামরুল বিন আনোয়ার, নাদিম মুন্সি, ইউনিট৪ পৌরসভার সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাহেড়ী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় ডায়মন্ড সিমেন্টের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধ২৫ শয্যার ডায়ালাইসিস ফ্লোর ও কিডনি প্রতিস্থাপন থিয়েটার উদ্বোধন