কলকাতার ভোটে জয়ী ২১ মুসলিম প্রার্থী, ১৮ জন তৃণমূলের

| বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

সদ্য শেষ হওয়া কলকাতা পৌরসভার নির্বাচনে জয়ী হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টি ওয়ার্ডে জয়ী হয়েছে দলটি। খবর বাংলানিউজের।
এবার পৌর নির্বাচনে জয়ী হয়েছে ২১ জন মুসলিম কাউন্সিলর প্রার্থী। এরমধ্যে তৃণমূলের প্রার্থী রয়েছেন ১৮ জন। বাকিদের মধ্যে দুজন স্বতন্ত্র ও একজন কংগ্রেস প্রার্থী।
এর মধ্যে কলকাতা পৌরসভার ইতিহাসে রেকর্ড জয়ের ব্যবধানে জিতে নজির গড়েছেন ফৈয়াজ আহমেদ খান। তিনি রাজ্যের বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী জাভেদ আহমেদ খানের ছেলে। ৬৬ নম্বর ওয়ার্ডে ফৈয়াজের জয়ের ব্যবধান ৬২ হাজারের বেশি।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের আসরে বরকে গণধোলাই!
পরবর্তী নিবন্ধইউক্রেনের ক্ষেত্রে রাশিয়ার পিছু হটার কোনো সুযোগ নেই : পুতিন