কর্ণফুলীর জেটিতে জাহাজে আগুন

মর্ট তৈরির ওয়েল্ডিং থেকে আগুনের সূত্রপাত

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৪ নভেম্বর, ২০২২ at ৫:৩৭ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ব্লু হার্বার ফিশিংয়ের জেটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জেটিতে মর্ট তৈরি করতে গিয়ে ওয়েল্ডিং করার সময় গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় কুণ্ডলী পাকিয়ে আগুন ও ধোঁয়ার সৃষ্টি হলে আশপাশের এলাকায় মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, জেটিতে দীর্ঘদিন ধরে এ জাহাজটি বাধা ছিল। ওয়েল্ডিং করতে গিয়ে এতে আগুন লেগে যায়। হামিদা দোজা লিমিটেডের ম্যানেজার এস এম মাঈনুউদ্দীন জানান, জোয়ার ভাটার সময় পানি উপরে নিচে নামে। এর ফলে নতুন করে জাহাজ বাধার জন্য মর্ট তৈরি করতে গেলে মুরিং স্থানে ওয়েল্ডিং করার সময় হঠাৎ আগুন লেগে যায়। সাথে সাথে আমরা জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই। পরে ফায়ার সার্ভিস এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, জাহাজটি মোরর্শেদ মুরাদ ইব্রাহিম নামের এক ব্যক্তির। ৯ মাস আগে সেটি ডুবে গিয়েছিল।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, জেটিতে জাহাজ বাঁধার জন্য মর্ট তৈরি করতে গিয়ে ওয়েল্ডিং করার সময় আগুনে সূত্রপাত। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লামা বাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার কামরুজ্জামান জানান, সবার সহযোগিতায় একঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগ চান মেয়র
পরবর্তী নিবন্ধব্যাংকের নতুন সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা