কর্ণফুলীতে ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে মোহাম্মদ বেলাল খান (৫৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বড়উঠান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার বড়উঠান ৯নং ওয়ার্ড হাজী সুলতান আহমদ বাড়ির বাসিন্দা এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলে জানা যায়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ। তিনি জানান, ছাত্র আন্দোলন নাশকতার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়।