করোনা মহামারীর কারণে প্রায় দেড় বছর ধরে নেই কোনো কনসার্ট। শিল্পীরা প্রস্তুত থাকলেও এতোদিন কনসার্ট আয়োজনের অনুমতি পায়নি আয়োজকরা। মাস দুয়েক হলো অবস্থা কিছুটা স্বাভাবিকের দিকে। সেই সূত্রেই গেল মাস থেকে কনসার্টে ফিরেছেন নগরবাউল খ্যাত গুরু জেমস! নভেম্বরের ১২ তারিখ থেকে নিয়মিত কনসার্টে গাইছেন জেমস। সারা দেশেই তিনি ছুটে চলেছেন। অংশ নিচ্ছেন করপোরেট শো থেকে শুরু করে খোলা মঞ্চে আয়োজিত কনসার্টগুলোতেও। ডিসেম্বরে এসে কনসার্টের চাহিদা আরো বৃদ্ধি পেয়েছে। পাচ্ছেন না দম ফেলার ফুরসত। এমনকি এক দিনে একাধিক কনসার্টেও অংশ নিচ্ছেন জেমন। এমনটাই জানিয়েছেন জেমস-এর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। গত শনিবার তিনি জানান, পুরো ডিসেম্বর জুড়ে জেমস ভাইয়ের ব্যস্ত সিডিউল। প্রায় প্রতিদিনই আছে কনসার্ট। এরমধ্যে ঢাকার বাইরেও বেশকিছু কনসার্টে গাইবেন জেমস ভাই। এটি চলবে একেবারে ৩১ ডিসেম্বর পর্যন্ত।












