কক্সবাজারে ৫০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

| রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের ৫০ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, গতকাল শনিবার ভোরে শহরের দক্ষিণ কলাতলী এলাকা থেকে মোহাম্মদ আব্দুল্লাহ ওরফে মৌলভী আব্দুল্লাহকে আটক করেন তারা। আটক মোহাম্মদ আব্দুল্লাহ ওরফে মৌলভী আব্দুল্লাহ (৫২) কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার মৃত আব্দুল মুবিনের ছেলে। খবর বিডিনিউজের। কর্নেল খাইরুল বলেন, মৌলভী আব্দুল্লাহর বাড়িতে মাদকের বড় একটি চালান মজুদের খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।
এ সময় আব্দুল্লাহ পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করে র‌্যাব। পরে তার দেওয়া তথ্যে তার ঘরের পেছনে মাটি খুঁড়ে প্লাটিকের বস্তার ভেতর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আব্দুল্লাহ দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কঙবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধরেমিটেন্স যোদ্ধাদের যথাযথ সামাজিক মর্যাদা দিতে হবে
পরবর্তী নিবন্ধহালদায় হাত জাল ও বড়শি ফেলা যাবে না : ফজলে করিম