কক্সবাজারে হোটেল-মোটেল জোনে ‘টর্চার সেলে’ আটকে রেখে নির্যাতনের মামলায় আরও একজন গ্রেপ্তার হয়েছেন; যাকে দালাল চক্রের হোতা বলছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ কঙবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, রোববার মধ্যরাতে কঙবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের নীলিমা রিসোর্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আব্দুল মালেক (৩৮) কঙবাজার শহরের পশ্চিম বাহারছড়ার মরহুম গোরা মিয়ার ছেলে। এ নিয়ে এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে শনিবার মধ্যরাতে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে দুই জনকে গ্রেপ্তার করা হয়। খবর বিডিনিউজের।
এক সপ্তাহ আগে (৮ অগাস্ট) কঙবাজার শহরের লাইট হাউজ এলাকা সংলগ্ন আবাসিক কটেজ জোন এলাকায় একটি নির্যাতন কেন্দ্রের (টর্চার সেল) সন্ধান পায় পুলিশ। এ সময় কটেজ ব্যবসার আড়ালে নির্যাতন কেন্দ্রে জিন্মি রাখা দুই পর্যটক ও দুই কিশোরকে উদ্ধার করে পুলিশ। পরে সাইনবোর্ডবিহীন ‘শিউলি রিসোর্ট’ নামের ওই আবাসিক কটেজে তল্লাশি চালিয়ে নির্যাতন চালানো ও ‘আপত্তিকর কাজে’ ব্যবহৃত বেশ কিছু উপকরণ জব্দ করা হয়। ঘটনার পরদিন (৯ অগাস্ট) সকালে ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুনের বাবা মো. বেলাল আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ১১ জনকে আসামি করে কঙবাজার থানায় মামলাটি দায়ের করেন।












