কক্সবাজার সৈকতে যুবকের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২৯ জুন, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে শহরের ডায়াবেটিক পয়েন্ট সৈকত থেকে যুবকটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে, অন্তত দুই দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন। তিনি জানান, মরদেহে কিছু ক্ষত চিহ্ন দেখা গেছে।

সামুদ্রিক মাছ অথবা অন্য কোনো প্রাণী তার শরীরের কিছু অংশ খেয়েছে বলে মনে হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখলিফাপট্টিতে যুবককে ছুরিকাঘাত আটক ১
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে স্কুল শিক্ষিকাকে কুপিয়ে জখম, যুবক আটক