কক্সবাজারে জেলা পরিষদে ঘুষ লেনদেনকালে কামরুল হাসান নামে এক বিএনপি নেতাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে এই অভিযান চালায় দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।
এ সময় কৌশলে পালিয়ে যাওয়ায় মূলহোতা জেলা পরিষদের নিম্নমান সহকারী রেজাউল করিমকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তার কামরুল কুতুবদিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
দুদক সমন্বিত কক্সবাজার কার্যালয়ের উপ–পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, এই ঘটনায় দুদক রেজাউল করিম এবং কামরুল হাসানকে আসামি করে মামলা রুজু করে। তবে রেজাউল পলাতক। এই ঘটনায় বাকি যারা সম্পৃক্ত তাদেরও তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে।
গতকাল বিকেলে গ্রেফতার বিএনপি নেতা কামরুল হাসানকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।












