বাংলাদেশ ‘এ’ দল এবং এইচপি দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে গতকাল। সিরিজের প্রথম ম্যাচে ‘এ’ দলের হয়ে অংশ নিয়েছে বিশ্বকাপ স্কোয়াডে থাকা মুশফিকুর রহিম। খেলেছেনও দুর্দান্ত। ৯১ বলে ৭০ রানের অপরাজিত এক ইনিংস খেলে বিশ্বকাপের প্রস্তুতিটা সেরে নিয়েছেন। আর মুশফিকের দল জিতেছে ৬ উইকেটে। তবে বিশ্বকাপ স্কোয়াডে থাকা আরেক ক্রিকেটার শামিম পাটোয়ারী পারেননি নিজের প্রস্তুতিটা ভাল করতে। ব্যাট হাতে করেছেন ৮ রান আর বল হাতে নিয়েছেন ১ উইকেট। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা এইচপি দলের তানজিদ হাসান তামিম এবং শাহাদাত হোসেন দিপু দারুন ব্যাটিং করলেও বাকিরা তেমন নিজেদের মেলে ধরতে পারেনি। ফলে ৪৮.৫ ওভারে ২৪৭ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে তামিম ৯৩ বলে করেন ৮১ রান। মেরেছেন ৬টি চার এবং ২টি ছক্কা। আর দিপু করেন ৬৪ বলে ৫১ রান। যেখানে তিনি একটি চার এবং একটি ছক্কা মেরেছেন। এছাড়া দুই অংকে যেতে পারা অপর দুই ব্যাটসম্যান হলেন ৩৮ রান করা জয় এবং ২৮ রান করা আকবর আলি। ‘এ’ দলের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২টি উইকেট নিয়েছেন রুবেল হোসেন। ২৪৮ রানের জবাবে ব্যাট করতে নামা ‘এ’ দল শুরুটা খুব বেশি ভাল করতে না পারলেও দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং ইমরুল কায়েসের ব্যাটে চড়ে ৪৭.৫ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। দারুন ব্যাটিং করেছেন মুশফিক এবং ইমরুল। দুজনই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ৮১ বলে ৫টি চারের সাহায্যে ৬০ রান করে ইমরুল কায়েস ফিরলেও ৯১ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন মুশফিক। তার ইনিংসে ৬টি চার এবং একটি ছক্কার মার ছিল। এছাড়া দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোমিনুল করেন ২৯ আর শান্ত করেন ২৭ রান। বল হাতে ৪ উইকেট নেওয়া মোসাদ্দেক ব্যাট হাতে করেছেন ২৪ রান। ২৮ রান করে অপরাজিত ছিলেন মিঠুন। এইচপি দলের পক্ষে ২টি উইকেট নিয়েছেন সুমন খান। একটি করে উইকেট নিয়েছেন শামিম পাটেয়ারী এবং আমিনুল ইসলাম বিপ্লব।












