চন্দনাইশের খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পূর্ব সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল ওয়াহেদ মাস্টারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, চন্দনাইশে শিক্ষা প্রসারে অগ্রদূত ছিলেন আবদুল ওয়াহেদ মাস্টার।
খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বশরের সভাপতিত্বে ও বিকাশ চন্দ্র দে’র সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষক সাধন চন্দ্র পাল, পূর্ব সাতবাড়িয়া সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, মো. আবদুল আলিম আবু, লিটন কান্তি পাল, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুজিত মিত্র, সিনিয়র শিক্ষক মো. কামাল উদ্দিন, প্রণব কুমার নাথ, সুনীল কান্তি দাশ, রূপন কুমার সুশীল, মো. ইয়াছিন মিয়া, শিক্ষার্থীদের পক্ষে মো. আয়াত প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান মৌলানা কামাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।