নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই।
গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন করায় শাহদাত হোসেনের প্রার্থিতা বাতিল করা হয় বলে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল জানান। তিনি বলেন, প্রার্থীকে এসব তথ্য সংশোধন করে জেলা প্রশাসকের কাছে আপিলের পরামর্শ দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।












