এনসিসি ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের প্রশিক্ষণ

| মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

এনসিসি ব্যাংকের নতুন নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের জন্য মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচি গত ৩০ জুলাই থেকে ব্যাংকের ট্রেনিং ইন্সটিটিউটে শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফীন, মানবসম্পদ বিভাগের প্রধান সৈয়দ হাসনাইন মামুন, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোহাম্মদ সোহেল মোস্তফা এবং ট্রেনিং ইন্সিটিউটের ফেকাল্টি মেম্বার ড. সৈয়দ জাভেদ মো. সালেহ্‌উদ্দিন উপস্থিত ছিলেন। নতুন নিয়োগপ্রাপ্ত মোট ২৯ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের বর্তমান বিশ্বায়নের যুগে ব্যাংকিং সংক্রান্ত সব ধরণের জ্ঞান আহরণের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করে তোলার তাগিদ দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে কাপাসগোলা কলেজে যুব রেড ক্রিসেন্টের কর্মসূচি
পরবর্তী নিবন্ধবিআইটিআইডিতে বিদায় সংবর্ধনা