মাদককাণ্ডের ঘটনায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) তলবে পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। শুধু দীপিকাই নন, বলিউডের মাদককাণ্ডে ওইদিন একইসঙ্গে জেরা করা হবে সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকেও। এনসিবির তলবে সারা আলি খানের পর গত বৃহস্পতিবার মধ্যরাতে গোয়া থেকে মুম্বাই ফিরেছেন দীপিকা পাড়ুকোন। সঙ্গে ছিলেন তার স্বামী রণবীর সিংহ। এদিন চার্টার্ড বিমানে মুম্বাইয়ে পা দিতেই রণবীর–দীপিকাকে ঘিরে ধরেন সাংবাদিকরা। কিন্তু মিডিয়ার সামনে মুখ না খুলে কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর ছাড়েন এই জুটি। কয়েকদিন আগে পরিচালক শকুন বাত্রার শুটের জন্য গোয়া যান দীপিকা। শুট চলছিল ভালোভাবেই। কিন্তু আচমকা বছর তিনেকের পুরনো এক হোয়াটসঅ্যাপ চ্যাট এনসিবির হাতে আসতেই ভেস্তে যায় দীপিকার কাজ।












