বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা গ্রামের এনএল সেনের বাড়িতে মুক্তিযুদ্ধের স্মৃতিফলক স্থাপনের ঘোষণা দিয়েছেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। গতকাল শুক্রবার স্মৃতিবিজড়িত বাড়িটি পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, ইউনিট আওয়ামী লীগের সভাপতি রতন চৌধুরী, সুনীল চন্দ্র ঘোষ প্রমুখ। এ সময় আয়োজিত এক সভা সঞ্চালনা করেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। খবর বাংলানিউজের।
রানা দাশগুপ্ত বলেন, এ বাড়িটি এমএল সেনের বাড়ি নামে সমধিক পরিচিত। এখানে প্রায় দুইশ’ বছরের শিক্ষা, ইতিহাস, ঐতিহ্য আছে। তবে সব ঐতিহ্য ছাপিয়ে গেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। মুক্তিযোদ্ধারা এখানে বসেই বোয়ালখালীর নানা জায়গায় অপারেশন করেছিলেন।
তিনি বলেন, আমরা সবাই মিলে এ বাড়িতে একটি মুক্তিযুদ্ধের স্মৃতিফলক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সহযোগিতা করবেন।