বেসরকারি উন্নয়ন সংস্থা ইউনাইটেড থিয়েটার ফর সোশ্যাল অ্যাকশনের উদ্যোগে দাতা সংস্থা ডিয়াকোনিয়ার সহযোগিতায় গতকাল বুধবার অনুষ্ঠিত হলো আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা। হিউম্যানিটি অ্যান্ড ইকুয়ালিটি টু একসিলারেট রাইটস থ্রো থেরাপিউটিক থিয়েটার প্রকল্পের আওতায় আয়োজিত ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় নগরীর ৯, ১০ ও ১৩ নং ওয়ার্ডের ৪টি বিদ্যালয় অংশগ্রহণ করে। ১ম ও ২য় পর্বে ‘কোভিড-১৯ পরিস্থিতি পুরুষের তুলনায় নারীদের অর্থনৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বেশি’ এই বিষয় নিয়ে বিতর্ক করে ইস্পাহানি আদর্শ উচ্চ বিদ্যালয়, ফিরোজ শাহ সিটি কর্পোরেশন উচ্চ বালিকা বিদ্যালয় ও ওয়ালের্স ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়।
চুড়ান্ত পর্বে ‘করোনাকালেই নারীরা সহিংসতার শিকার হয়েছেন বেশি’ এই বিষয়ে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন হয় ফিরোজ শাহ সিটি কর্পোরেশন উচ্চ বালিকা বিদ্যালয়, ১ম রানারআপ হয় ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় এবং ২য় রানারআপ হয় ইস্পাহানি আদর্শ উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎসর প্রকল্প ব্যবস্থাপক মুহাম্মদ শাহ আলম। পুরষ্কার বিতরণ পর্বে অতিথি ছিলেন ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রতীক কানুনগো, ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিৎ রায়, ইস্পাহানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহীদুল ইসলাম ও উৎসর প্রোগ্রাম অফিসার রীপা পালিত।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার ও চট্টগ্রাম ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি হিমাদ্রী শেখর নাথ। উপস্থিত ছিলেন উৎস কর্মকর্তা সুমন সরকার, রেশমা আকতার ও মো. সুলতান। প্রেস বিজ্ঞপ্তি।











