উপজেলা ফুটবল লীগের ফাইনালে হাটহাজারী খেলোয়াড় সমিতি

| সোমবার , ২৬ মে, ২০২৫ at ৯:০১ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত উপজেলা ফুটবল লীগের ফাইনালে উঠেছে হাটহাজারী খেলোয়াড় সমিতি। গতকাল রোববার বিকেলে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনাল হাটহাজারী খেলোয়াড় সমিতি ২০ গোলে ফরাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতিকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রথমার্ধের ২২ মিনিটের মাথায় প্রথম গোলটি করে হাটহাজারী খেলোয়াড় সমিতির খেলোয়াড় আমিনুল ইসলাম। দ্বিতীয়ার্ধে ৩০ এবং খেলার ৭৫ মিনিটে দ্বিতীয় গোলটি করে মোবারক হোসেন সাইমন। খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ আবু কাউসার মোহাম্মদ হোসেন। এদিকে, খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় হাটহাজারী খেলোয়াড় সমিতির অধিনায়ক আখতারুজ্জামান। তাকে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার প্রদান করেন সংস্থার এ্যাডহক কমিটির সদস্য আছলাম মোর্শেদ ও মজিবুল আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এ্যাডহক কমিটির সদস্য জসিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য আব্দুল মান্নান দৌলত, খোরশেদ আলম শিমুল, সামিন রহমান, সাংবাদিক মো. আবু তালেব ও যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী মো. শরীফ হোসেন প্রমুখ। আগামী ৩১ মে শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে হাটহাজারী খেলোয়াড় সমিতি এবং মির্জাপুর মিতালী।

পূর্ববর্তী নিবন্ধদলে জায়গা হয়নি সাবিনা কৃষ্ণা-সানজিদাদের
পরবর্তী নিবন্ধগ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগ