উন্মোচন করা হলো নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ৭:৫২ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডের মাটিতে আর একদিন পরই শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এরই মধ্যে এই সিরিজে অংশ নিতে নিউজিল্যান্ডে পৌছে গেছে বাংলাদেশ দল। এরই মধ্যে দুদিন অনুশীলনও করে ফেলেছে টাইগাররা। এদিকে গতকাল অনুষ্ঠিত হয়েছে সিরিজের ট্রফি উম্মোচন এবং সিরিজের অফিশিয়াল ফটোসেশন। যেখানে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের সঙ্গে ছিলেন টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। কারন এখনো নিউজিল্যান্ডে দলের সাথে যোগ দেননি অধিনায়ক সাকিব। জানা গেছে আজ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। এরপর আগামীকাল ৭ অক্টোবর প্রথম ম্যাচে খেলবেন পাকিস্তানের বিপক্ষে। এশিয়া কাপের পর ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার জন্য ছুটি নিয়েছিলেন সাকিব। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ১২ অক্টোবর ফিরতি পর্বে নিউজিল্যান্ডের এবং ১৩ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের ফাইনাল ১৪ অক্টেবার। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। আর ম্যাচ গুলো শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮ টায়। এই সিরিজ শেষে পরদিন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। ২৪ অক্টোবর হোবার্টে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা।

পূর্ববর্তী নিবন্ধচেন্নাই সফরে বিসিবি একাদশে মোমিনুল-তাইজুল
পরবর্তী নিবন্ধদলীয় পারফরম্যান্সের উন্নতি ঘটাতে চান সোহান এই সিরিজে