কক্সবাজার সদর উপজেলায় খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে হেফাজ উদ্দিন (১৮) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তাকে উত্ত্যক্ত করার জের ধরে শুক্রবার বিকেলে নিজবাড়ীতে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানায় পুলিশ। আত্মহননকারী হেফাজ উদ্দিন খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পেরর ‘গোলাপ’ ভবনের ৫০৩ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা মোহাম্মদ মুফিজের ছেলে। তবে তার মা রেখা শারমিনের অভিযোগ, অপরাধমূলক কাজে জড়িত না হওয়ায় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করে তার বুদ্ধিপ্রতিবন্ধী ছেলেকে হত্যা করেছে। তিনি জানান, হেফাজ উদ্দিন জন্মগত বুদ্ধিপ্রতিবন্ধি। তাকে দুষ্টমি করে কেউ উত্যক্ত করলে সে রেগে যেতো। রেখা শারমিন দাবি করেন, খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প ও আশাপাশের এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে এবং এই গ্যাং এর সদস্যরা প্রায় সময় হেফাজকে উত্যক্ত করতো। তারা হেফাজকে মাদক বহনের কাজেও ব্যবহার করতো। তবে হেফাজকে পিটিয়ে হত্যার অভিযোগ ঠিক নয় বলে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, শুক্রবার বিকালে ঘটনাটি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা ঘটনা তদন্ত করে মারধরের কোন আলামত পাননি। তবে হেফাজকে তার প্রতিবেশী শিশুরা মাঝেমধ্যে উত্যক্ত করতো বলে জানা যায়। হয়ত: উত্যক্ত করার কারণেই অভিমানে ও অপমানে আত্মহনন করেছে হেফাজ, অথবা পরিবারের কারো সাথে অভিমান করেও আত্মহনন করতে পারে। ঘটনাটি এখনও তদন্তাধীন।












