উখিয়ায় সিএনজি–বাস মুখোমুখি সংঘর্ষে জহুরুল হক (৪৮) নামে এক এলজিইডির ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন যাত্রী। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কক্সবাজার–টেকনাফ সড়কের হিজলীয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল হক কুষ্টিয়া সদরের নিহিংশ এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি উখিয়া উপজেলা এলজিডির উপ–সহকারী প্রকৌশলীর দায়িত্বে নিয়োজিত ছিলেন। নিহত প্রকৌশলী গত ১ অক্টোবর উখিয়া অফিসে যোগদান করেছিলেন। তার স্ত্রী ও ছোট ছোট তিনটি সন্তান রয়েছে বলে জানা গেছে।
উক্ত দুর্ঘটনায় আহতরা হলেন, উখিয়া এলজিইডি অফিসের উপ–সহকারী প্রকৌশলী আমিনুল হক মজুমদার (৪২), সিএনজি চালক জাকির আলম (৫০), বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা মোহাম্মদ হাশিম (৩৯) ও স্ত্রী নুর কায়েস (৩২)। আহতদের উখিয়া ও কঙবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহপুরী হাইওয়ে থানার পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল ১১ দিকে উখিয়ামুখী একটি সিএনজির সাথে কঙবাজারমুখী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক সিএনজি যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার উদ্ধার করে কঙবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে। গতকাল আসরের নামাজের পর উখিয়া উপজেলা পরিষদ চত্বরে নিহত উপ–সহকারী প্রকৌশলীর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। এরপর সন্ধ্যার দিকে মরদেহ তার আত্মীয় স্বজনদের নিকট প্রেরণ করা হয়েছে বলে এলজিইডির উখিয়া উপজেলা প্রকৌশলী রুকুনুজ্জামান খান জানান।