দক্ষিণ পতেঙ্গায় ঈদগা ময়দানে গতকাল শুক্রবার বিকেলে সন্ত্রাস ও মাদক বিরোধী এক প্রতিবাদ সমাবেশ মহল্লা সর্দার মো. আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। আমিনুল ইসলাম সুলভের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ আব্দুর রশীদের কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়। এতে বক্তব্য রাখেন, ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহামদ চৌধুরী, ১৪নং জোন মহিলা কাউন্সিলর শাহানুর বেগম, পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর, এজেন্ট জানে আলম, বীর মুক্তিযোদ্ধা ফসিউল আলম, বীর মুক্তিযোদ্ধা জাগির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুর নুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, ওয়াহিদুল আলম মাস্টার, লোকমান হোসেন কন্ট্রাক্টর, নাছির আলম, নুরুল আলম, যুব কাফেলার সভাপতি মো. ফোরকান, হাজী মুনসুর আলম, সমাজ কর্মী ওয়াহিদ হাসান, মাওলানা মুনসুর আলী, নারীশক্তি পরিচালক শাহনাজ বেগম, জাহেদা বেগম, পতেঙ্গা থানা ছাত্রলীগ সভাপতি হাসান হাবীব সেতু প্রমুখ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন আবুল হোসেন, এসএম মহিউদ্দিন, ওয়াহিদুল আলম চৌধুরী, জাইদুল ইসলাম দুর্লভ, এম এ সালাম, মাহবুবুল হক সুমন, লোকমান হাকিম ও এগারো মহল্লা সর্দার, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সমাজকে আবর্জনা মুক্ত করতে হলে সম্মিলিত প্রতিরোধ জরুরি। শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী ইভটিজার, মাদকসেবি, মাদক ব্যাবসায়ী, জুয়াঘর বসানোদের চিহ্নিত করে সমূলে উৎখাত করতে সামজিক প্রতিরোধের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকার দাবি তোলা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











