সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি গুরুতর অসুস্থ অবস্থায় মারা গেছেন। ইতালির গণমাধ্যম সোমবার এ খবর দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ৮৬ বছর বয়সী বেরলুসকোনি কিছুদিন ধরে লিউকেমিয়ায় ভুগছিলেন এবং সমপ্রতি তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল। ইতালির উত্তরাঞ্চলীয় মিলান শহরের সান রাফায়েলে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এখানেই সোমবার তার মৃত্যু হয়। খবর বিডিনিউজের।
২০২০ সাল কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে বারবার শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ইতালির রাষ্ট্র–মালিকানাধীন সমপ্রচারমাধ্যম আরএআই জানিয়েছে, আগামী বুধবার মিলান ক্যাথেড্রালে রাষ্ট্রীয় মর্যাদায় বেরলুসকোনির শেষকৃত্য হবে। ইতালির নিয়মানুযায়ী, দেশটির বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পার্লামেন্টের প্রধান এবং সাংবিধানিক আদালতের প্রধানদের ক্ষেত্রে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যানুষ্ঠান করা হয়ে থাকে।
বেরলুসকোনি ইতালির বৃহত্তম গণমাধ্যম কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৯০ এর দশকে তিনি ইতালির রাজনীতিতে যোগ দিয়ে কিছুদিনের মধ্যেই অত্যন্ত প্রভাবশালী নেতায় পরিণত হন এবং পরে চারবার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেন।সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির মৃত্যুতে তাকে একজন ‘প্রিয় ব্যক্তিত্ব’ এবং সত্যিকারের বন্ধু সম্বোধন করে শ্রদ্ধা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।












