ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত অন্তত ১৫

| বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৫৬ পূর্বাহ্ণ

রাজধানী কিয়েভের বাইরে একটি নার্সারি ও আবাসিক ভবনের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা এবং তিন শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। গতকাল সকালে রাজধানীর উত্তরপূর্বের ব্রোভারি শহরে এ কপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। কিয়েভের আঞ্চলিক গভর্নর অ্যালেক্সি কুলেবা প্রথমে ১৮ জন নিহতের কথা জানালেও পরে জরুরি বিভাগ এ ঘটনায় ১৫ জন নিহত এবং ১০ শিশুসহ ২৫ জন আহতের খবর নিশ্চিত করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।

এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাস্তিরস্কি, তার ডেপুটি ইয়েভহেনি ইয়েনিন এবং মন্ত্রণালয়ের রাজ্য সেক্রেটারি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের পুলিশপ্রধান। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২১ সালে মনাস্তিরস্কিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা বেশ কিছু ভিডিওতে একটি পুড়তে থাকা ভবন এবং লোকজনকে চিৎকার করতে দেখা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে সেসব ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। কী কারণে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের অদূরে ৭ মাত্রার ভূমিকম্প
পরবর্তী নিবন্ধভারত থেকে ফিরে গেছে সেই রুশ জাহাজ