ইউক্রেনে জার্মানির তৈরি অন্তত সাতটি লেপার্ড ট্যাঙ্ক ও যুক্তরাষ্ট্রের তৈরি পাঁচটি ব্র্যাডলি সামরিক যান ধ্বংসের দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের পাল্টা আক্রমণ প্রতিহত করার সময় দুই দিনে পশ্চিমাদের দেওয়া এসব অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলে রোববার জানিয়েছে তারা। রাশিয়ার দখলদার বাহিনীগুলোর বিরুদ্ধে শুরু করা পাল্টা হামলায় প্রথম সাফল্যের দাবি করে কিছু এলাকা পুনরুদ্ধার করার কথা জানিয়েছে ইউক্রেন। দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলে তাদের সেনারা তিনটি গ্রামে অগ্রগতি অর্জন করে সেগুলো মুক্ত করেছে বলে রোববার জানিয়েছে তারা। কিয়েভের বাহিনীগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও পোস্ট করেছে, সেগুলোতে তাদের দোনেৎস্ক অঞ্চলের গ্রাম ব্লাহদাতনে বোমায় বিধ্বস্ত একটি ভবনে ইউক্রেনের পতাকা স্থাপন করতে আর সংলগ্ন নেসকুচনে গ্রামে তাদের ইউনিটের পতাকা নিয়ে ছবির জন্য পোজ দিতে দেখা গেছে। খবর বিডিনিউজের। তবে রুশ ব্লগাররা জানিয়েছেন, এই সময়ের মধ্যে ইউক্রেন অল্প সময়ের জন্য রাশিয়ার প্রতিরক্ষা লাইনে অনুপ্রবেশ করেছিল। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পাল্টা আক্রমণ ও প্রতিরক্ষামূলক কর্মকাণ্ড চলছে বলে স্বীকার করেছিলেন।












