ইউএই যুবলীগের প্রতিবাদ সভা

| বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১:৩৪ অপরাহ্ণ

শারজাহ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম রাশেদের উপর হামলার প্রতিবাদে সভা করেছে ইউএই যুবলীগ। এতে সভাপতিত্ব করেন ইউএই যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম। সংগঠনের দপ্তর সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন ইউএই আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বাবুল। প্রধান বক্তা ছিলেন ইউএই যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি।
বক্তব্য রাখেন ইউএই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন কাউছার, ইউএই যুবলীগের সহসভাপতি তাজ উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলী, উপদেষ্টা সাইফুদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু পরিষদ ফুজিরাহ পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন সরকার, আলমগীর আলম, মনজুরুল আলম রাসেল, জসিম উদ্দিন, মোস্তফা কামাল শিমুল সিআইপি, নাছির উদ্দিন, ফখরুদ্দীন, জাহেদুল করিম চৌধুরী, দরবেশ আলী, হাবিবুর রহমান, জসিম উদ্দিন, মাহাবুব আলম, ওমর ফারুক, হাছান মুরাদ, মোহাম্মদ আইয়ুব প্রমুখ। বক্তারা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় কারাগারে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৪০
পরবর্তী নিবন্ধতালেবান শাসনকে স্বীকৃতি না দিতে আহ্বান বিরোধীদের