আওয়ামী লীগ ৩১নং আলকরণ ওয়ার্ড ‘খ’ ইউনিট রিয়াজউদ্দিন বাজার শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গত ৮ ডিসেম্বর রিয়াজউদ্দিন বাজারস্থ বিদ্যুৎ শ্রমিক লীগ অফিসে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইসহাক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য ইউসুফ সরদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন চসিক ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম। সম্মেলনে সভাপতিত্ব করেন রিয়াজউদ্দিন বাজার ইউনিট আওয়ামী লীগের সভাপতি সৈয়দ নুরুল আকবর। রিয়াজউদ্দিন বাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রহুল আমিন তপন, মো. ইব্রাহিম, তারেক ইমতিয়াজ ইনতু, সাবেক ছাত্রনেতা মাইনুল হক লিমন, শওকত ওসমান মুন্না, নাসির উদ্দিন, জাহেদুল ইসলাম, ডা. সজীব তালুকদার, রফিকুল মান্নান জুয়েল, নাসির উদ্দিন, মো. জাহেদ, লিটন মহাজন, আব্দুল আল মামুন, ইফতেখার রুপু, সৌমেন দাশ জুয়েল, মোরশেদুর রহমান, আব্দুল হাবিব বাপ্পী, আক্তার হোসেন, মো. নোমান, জয়জিত চৌধুরী, কফিল উদ্দিন আরমান, নাসির উদ্দিন, সৈয়দ মো. সাজিদ, আবিদ, রিয়াজ প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে নুরুল কবির সভাপতি ও মো. জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।












