আর্জেন্টিনা-ব্রাজিল বাছাইপর্বের ম্যাচটি হচ্ছে না

| বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

গত বছর স্থগিত হয়ে যাওয়া ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে না বলেই নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল এসোসিয়েশন। নির্ধারিত সূচী অনুযায়ী ম্যাচটি গত বছর সেপ্টেম্বরে মাঠে গড়িয়েছিল। কিন্তু সাও পাওলোর ম্যাচটিতে কোভিড-১৯ বিধিনিষেধ ভঙ্গ করে চারজন আর্জেন্টাইন খেলোয়াড় মাঠে নামানোর অভিযোগে ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্মকর্তারা মাঠে নেমে ঐ খেলোয়াড়দের বের করে নিয়ে আসেন। ঐ সময় ম্যাচে ৭ মিনিট অতিবাহিত হয়েছিল। ম্যাচটি শেষ পর্যন্ত আর অনুষ্ঠিত হয়নি। যেহেতু দু দলেরই কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে তাই উভয় দেশের পক্ষ থেকে ফিফার কাছে ম্যাচটি বাতিলের আবেদন জানানো হয়েছে। শেষ পর্যন্ত ফিফা সেটি মেনে নিয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে ফিফা নির্দেশ দিয়েছিল নিয়মানুযায়ী ম্যাচটি অবশ্যই দুই দেশকে খেলতে হবে। দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে উভয় দেশই একাধিক ম্যাচ হাতে রেখে কাতারের টিকিটি নিশ্চিত করে। ১০ দলের এই বাছাইপর্বে ব্রাজিল শীর্ষে ও আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে থেকে কাতারে খেলা নিশ্চিত করে।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধফিফার নিষেধাজ্ঞা পাওয়া ভারতের জন্য অপেক্ষা