উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরসার অন্যতম শীর্ষ কমান্ডার মাস্টার করিমুল্লাহ ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির সাবেক বডিগার্ড আকিজসহ আরসার ৪ সদস্যকে বিদেশি পিস্তল নিয়ে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোররাতে অভিযান চালিয়ে উখিয়ার ঘোনারপাড়া এলাকার ক্যাম্প–২০ এক্সেনশন ব্লক–৫ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুর ১২টয় সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন র্যাব–১৫ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। গ্রেপ্তারকৃতরা হলেন– উখিয়ার বালুখালি ক্যাম্প–২০ ব্লক–এম/৩৩ এর আহামেদ হোসেন প্রকাশ হোসন আহম্মেদের ছেলে মো. করিম উল্লাহ প্রকাশ মাস্টার কলিম উল্লাহ (৩২), কুতুপালং ক্যাম্প–৭ ব্লক ই/১৫ এর মৃত মো. কায়সারের ছেলে মো. আকিজ (২৭), ক্যাম্প–১৩ ব্লকের–ই /৩ এর আবুল হোসনের ছেলে মো. জুবায়ের (২৯) ও ক্যাম্প–২২ ব্লক-/৪ এর মৃত হাসমত উল্লাহর ছেলে সাবের হোসেন প্রকাশ মৌলভী সাবের (৩৫)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, ৭টি ককটেল, ৫ রাউন্ড এ্যামুনিশন এবং ১২ রাউন্ড গুলি জব্দ করা হয়।
লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, আরসার শীর্ষ সন্ত্রাসীরা ক্যাম্প–২০ এ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় র্যাব। আরসার সন্ত্রাসীদের অবস্থানের কাছাকাছি গিয়ে ক্যাম্পের কয়েকটি ব্লক ঘিরে ফেলা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি আস্তানা থেকে বেশ কয়েকটি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তার চারজনের মধ্যে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার বাংলাদেশ শাখার প্রধান কমান্ডার ও অর্থ শাখার প্রধান মো. করিম উল্লাহ ওরফে মাস্টার কলিম উল্লাহ এবং আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির অন্যতম দেহরক্ষী আকিজ অন্যতম। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া মো. আকিজের বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা রয়েছে।












