ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে হামলা–ভাঙচুর–আগুনের পর দেশের বিভিন্নস্থানে আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপিদের বাড়ি ও দলীয় অফিসে হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাত ৮টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ–ভৈরব আঞ্চলিক মহাসড়কের বিন্নাটি চৌরাস্তা মোড়ে শেখ মুজিব ও চার জাতীয় নেতার ম্যুরাল খচিত ভাস্কর্য ‘চেতনা–৭১’ বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে।
এর আগে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শামীম ওসমানের বাড়িতে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র–জনতা।
গতকাল দুপুরে বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র–জনতা। এ সময় ‘কাউয়া কাদেরের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’ শ্লোগান দেয় ছাত্র জনতা।
        











