আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী মুক্তমঞ্চে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরীর সঞ্চালনায় সভায় নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ মোহাম্মদ আনোয়ার খালেদ।
এসময় আইনশৃংখলা বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) হুমায়ন কবির, বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার, প্রাণি সম্পদ কর্মকর্তা দেলোয়ার হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আগামী ৫ জানুয়ারী অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে। এই ব্যাপারে কোন সংশয় নেই। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেই লক্ষে সব ধরণের প্রস্ততি গ্রহণ করা হয়েছে। তিনি প্রার্থীদের আচরণ বিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার কঠোর নির্দেশ দিয়েছেন।