আনোয়ারা পিএবি সড়ক কাভার্ড ভ্যানকে বাসের ধাক্কা, আহত ৪

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

আনোয়ারা পিএবি সড়কের সরকারহাট এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়েছে। এতে কাভার্ড ভ্যান চালকসহ ৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়। আহতরা হলেন বাঁশখালীর হাসিনা বেগম (৬০), নূর জাহান (৭০), জোবাইদা (৮) ও মোবারক (৫০)। তারা বাসের যাত্রী ছিলেন। এদের মধ্যে হাসিনা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরদিকে এ ঘটনায় আহত কাভার্ড ভ্যান চালকের পরিচয় জানা যায়নি।
আনোয়ারা থানা ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চট্টমেট্রো ব ১১-০৪৫৭ নম্বরের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশখালীমুখী চট্টমেট্রো ট ১১-৯২৭৫ নম্বরের কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। আনোয়ারা থানা পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে। স্থানীয় সরকারহাট পশুর বাজারের ইজারাদার হেলাল উদ্দিন বলেন, গরু বাজারের সম্মুখে বাসটি নিয়ন্ত্রণ হারায়। আল্লাহ সহায় না হলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারতো। তবে দুর্ঘটনায় আহত নূর জাহান (৭০) বলেন, বাঁশখালীর চাঁনপুর থেকে তিনি গাড়িতে উঠেন। তৈলারদ্বীপ সেতু পার হওয়ার আগেই চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাড়িটির গতি বেড়ে যায়। যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।
আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধনিঃশ্বাসের বন্ধুর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কর্মকর্তাদের দক্ষ হতে হবে