‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার এ উপলক্ষে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন, কৃষি কর্মকর্তা রমজান আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবরাজ চক্রবর্ত্তী, মেডিকেল অফিসার ডা. রাহনুমা রুবাইয়াত, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম, এনজিও কর্মকর্তা বিশ্বনাথ চৌধুরী। সভায় ২০ পরিবারকে নিরাপদ পুষ্টি খাদ্য বিতরণ করা হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।