পরীক্ষা শুরু হয়ে গেছে। রোল নম্বর বসানো হয়নি, তাই টেবিলে বসতে পারেননি কয়েকজন পরীক্ষার্থী। কলেজ কর্তৃপক্ষ আধঘন্টা পর রোল নম্বর বসালেন, এরপর পরীক্ষায় বসেন উক্ত শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার এমন ঘটনা ঘটে নগরীর সরকারি কমার্স কলেজে। ভাটিয়ারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক আজাদীকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, তার মেয়ে আফসানা মালেক রাইসা চট্টগ্রাম মহিলা কলেজ থেকে এইচএসসি (মানবিক) পরীক্ষা দিচ্ছেন। কমার্স কলেজ তার পরীক্ষা কেন্দ্র। মঙ্গলবার ছিল সমাজ বিজ্ঞান ১ম পত্রের পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে গিয়ে মেয়ে দেখতে পান, টেবিলে রোল নম্বর বসানো হয়নি। ইতোমধ্যে পরীক্ষাও শুরু হয়ে গেছে। বাধ্য হয়ে কেন্দ্রে দাঁড়িয়ে থাকতে হয়েছে রাইসাকে। আব্দুল মালেক বলেন, শুধু রাইসা নয়, আরো ১০ থেকে ১৫ পরীক্ষার্থীর সাথে এমন ঘটনা ঘটেছে। প্রায় আধঘন্টা পর তারা পরীক্ষা দিতে পেরেছে।
এ বিষয়ে কমার্স কলেজ অধ্যক্ষ সুসেন কুমার বড়ুয়া আজাদীকে বলেন, বিষয়টি সত্য নয়। উনি ঢালাওভাবে অভিযোগ করেছেন। একজন শিক্ষক হয়ে তিনি তো এমন অভিযোগ করতে পারেন না। প্রকৃত ঘটনা হচ্ছে, কয়েকজন ছাত্র-ছাত্রী তাদের জন্য নির্ধারিত রুমে না বসে অন্য রুমে বসেছে। পরে তারা নির্ধারিত রুমে গিয়ে পরীক্ষা দিয়েছেন।
তিনি বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি, ছাত্র-ছাত্রীদের কোনো ক্ষতি হয়নি। আমরা এ ব্যাপারে খুবই সচেতন।