আজ মৌলভী সৈয়দের ৪৫তম শাহাদাত বার্ষিকী

| বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৬:৩৮ পূর্বাহ্ণ

শহীদ মৌলভী সৈয়দের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। ’৭৫-র ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিরুদ্ধে প্রথম প্রতিবাদী কণ্ঠ বীর মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দ আহমদ। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে বাঁশখালী শহীদ মৌলভী সৈয়দ স্মৃতি সংসদের উদ্যোগে সকাল ১০টায় শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি দোয়া মাহফিল ও বিকাল ৩টায় শেখেরখীল লাল জীবন জামে মসজিদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মৌলভী শহীদ সৈয়দ স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম। আগামীকাল শুক্রবার শেখ মুজিব রোডস্থ ভান্ডার মার্কেটে বিকাল ৪টায় স্মরণসভা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ মফিজুল আলম
পরবর্তী নিবন্ধধোপাছড়িতে আগুনে পুড়ল নয় দোকান