বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিকী (প্রকাশ মনু) আর নেই। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তার বয়স ছিল ৬৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, ৪ ভাই, ৭ বোন ও অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে যান।
মরহুম এড. আবু বকর ছিদ্দিকী কক্সবাজার জেলার অন্যতম জমিদার, প্রখ্যাত আইনজীবী, সাবেক পার্লামেন্ট সদস্য মরহুম এড. ফিরোজ আহমদ চৌধুরীর ৩য় পুত্র। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন। তিনি ছাত্রজীবনে দেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমেরিকার নিউইয়র্ক থেকে লিগ্যাল ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে তিনি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণে নিয়োজিত ছিলেন। আজ রোববার বাদ আছর পেকুয়া জমিদার বাড়ির জিএমসি মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে তার পারিবারিক সূত্রে জানা যায়। মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিকীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আইনজীবী, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী সংগঠন নেতৃবৃন্দ। খবর প্রেস বিজ্ঞপ্তির।