চট্টগ্রামের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দীর্ঘ যাত্রা শেষ হচ্ছে আজ। লিগের উত্তেজনা বলতে গেলে সব শেষ হয়ে গেছে। যদিও গতকাল পর্যন্ত লিগে চরম উত্তেজনা ছিল। তবে গতকাল সব উত্তেজনা শেষ হয়ে গেছে। কারণ গতকাল নিশ্চিত হয়ে গেছে কোন দল নেমে যাচ্ছে প্রথম বিভাগে। এর আগে লিগের শিরোপা নিশ্চিত করে ফেলেছিল গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিঃ। দুই দিন আগে নিশ্চিত হয়েছে লিগের রানার্স আপ। ব্রাদার্স ইউনিয়ন এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পেছনে ফেলে লিগের রানার্স আপ ট্রফি জিতে নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা। তাই আজ লিগের শেষ দিনে গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিঃ এবং রানার্স আপ পাইরটেস অব চিটাগাং এর মধ্যকার ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার ম্যাচে পরিণত হয়েছে। আর এই ম্যাচ দিয়েই এবারের ক্রিকেট লিগের পর্দা নামবে। প্রায় দুই মাসেরও বেশি দিন ধরে চলা লিগের শেষ দিনে বিজয়ীদের হাতে ট্রফিও তুলে দেওয়া হবে। নানা ঘটনা আর উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে চলা ক্রিকেট লিগ শেষ পর্যন্ত সফল সমাপ্তির দিকে এগিয়ে গেল। এক মাঠে টানা এভাবে এতগুলো ম্যাচ সফলতার সাথে সম্পন্ন করাটাও কৃতিত্বের।
আজ আবাহনী লিঃ এবং পাইরেটস অব চিটাগাং এর মধ্যকার ম্যাচটি আনুষ্ঠানিকতার ম্যাচের পাশাপাশি মর্যাদার লড়াই হয়েও থাকছে। কারণ লিগে এখনো পর্যন্ত একমাত্র অপরাজিত দল আবাহনী। আজ জিতলে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হবে আবাহনী। তাই তারা সে ধারাটা ধরে রাখতে চাইবে। অপরদিকে গত আসরের রানার্স আপ পাইরটেস অব চিটাগাং এবারের লিগে এখনো পর্যন্ত পঞ্চম স্থানে রয়েছে। আজকের ম্যাচে জিতে তাই শেষটা রাঙাতে চাইবে সেটা নিশ্চিত করেই বলা যায়। একদিকে আবাহনীর অজেয় থাকার প্রত্যয় অপরদিকে পাইরেটসের প্রত্যয় আবাহনীকে প্রথম হারের স্বাদ দেওয়া। কাজেই ম্যাচটির মধ্যে যেন অন্য এক আবহ তৈরি হয়ে আছে। আজকের খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং জেলা প্রশাসক আবুল বশর মোহাম্মদ ফখরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিগের স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানী গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী।
        











