আজ দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল

এমন হার মেনে নিতে পারছেন না কোচ কারবেরা

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৬:৩৭ পূর্বাহ্ণ

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কুয়েতের কাছে হেরে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। তবে নিজেদের পারফরম্যান্স দিয়ে সকলের মন জয় করে নিয়েছে কোচ হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। তারপরও এমন পরাজয় মেনে নিতে পারছেন না দলের কোচ। তিনি বলেন এমন হার মেনে নেওয়া সত্যিই কঠিন। সাফ মিশন শেষে আজ দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা। দুটি ফ্লাইটে ভাগ হয়ে দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফ্লাইট দুটি বেঙ্গালোর থেকে মুম্বাই ও হায়দ্রাবাদ হয়ে ঢাকা পৌঁছাবে। আজ দুপুর ১টা ১০ এবং ১ টা ১৫ মিনিটে বাংলাদেশে পৌঁছানোর কথা ফুটবলারদের।

এদিকে ভারতের বেঙ্গালুরুতে সাফের ফাইনালে ওঠার দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। শক্তিশালী কুয়েতের সঙ্গে ১০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে কোচ হ্যাভিয়ের কাবরেরার শিষ্যদের। শক্তিশালি কুয়েতকে নির্ধারিত সময়ে গোলবঞ্চিত রেখেছিল বাংলাদেশ। আরেক দিকে দফায় দফায় আক্রমণে কুয়েতের রক্ষণে কাঁপন ধরিয়েছিলেন মোরসালিনরাকিবরা। বাংলাদেশের জমাট রক্ষণ ভাঙতে প্রতিপক্ষকে বেগ পেতে হয়েছে অনেক। গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ১০৭ মিনিট পর্যন্ত। নতুন এক বাংলাদেশের দেখা মিলেছে। ম্যাচের পর দলের এমন পারফরম্যান্সের প্রশংসা করেছেন কোচ। আগামীতে এ পারফরম্যান্স ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন কাবরেরা। তিনি বলেন, এ হার মেনে নেওয়া কঠিন। কুয়েত শক্তিশালি প্রতিপক্ষ ছিল। তাদের বিপক্ষে দল অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছে। পুরো টুর্নামেন্টেই তারা দারুণ পারফরম্যান্স করেছে। ম্যাচে আমাদের জয়ের সম্ভাবনা ছিল। সামনে আমরা এ পারফরম্যান্স ধরে রাখতে চাই। আমরা এ মান ধরে রাখতে চাই। এখন থেকে এ ধরণের পারফরম্যান্সই আমাদের শক্তির মানদন্ড হতে পারে।

ম্যাচের মাঝে বাংলাদেশের ফিজিওকে লাল কার্ড ও সহকারী কোচকে হলুদ কার্ড দেখিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস্টাল জন। তবে রেফারিং নিয়ে কথা বলতে চাননি কাবরেরা। তিনি বলেন এ ধরণের ম্যাচে এমনটা অপ্রত্যাশিত। তবে আমি রেফারিং নিয়ে কিছু বলতে চাই না। পারফরম্যান্সের দিকে নজর দিতে চাই। দলের খেলোয়াড়দের প্রতি আত্মবিশ্বাস আছে কোচের। তিনি বলেন আমাদের দলে তরুণ এবং অভিজ্ঞ প্লেয়ারের সংমিশ্রণ আছে। আগামীতে এ পারফরম্যান্স ধরে রাখা সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধরোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
পরবর্তী নিবন্ধকারাতে কমিটি গঠনে মুক্তবিহঙ্গ ক্লাবের সভা