আজ ছনহরায় ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব উৎসব শুরু

| বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

পটিয়ার ছনহরা শাখা সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৪তম আবির্ভাব মহোৎসব আজ ও আগামীকাল দু’দিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হতে যাচ্ছে। আজ প্রথম দিনের কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্ব কল্যাণে সমবেত বিনতি প্রার্থনা, সদগ্রন্থাদি পাঠ, অধিবাসকৃত্য অনুষ্ঠান, মঙ্গল প্রদীপ প্রজ্বলন। আগামীকালের কর্মসূচির মধ্যে রয়েছে-সংকীর্তনসহ মঙ্গল শোভাযাত্রা, সমবেত প্রার্থনা, ঠাকুর পূজা, যজ্ঞ, সৎমন্ত্রে দীক্ষাদান, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, যুব-মাতৃ ও ধর্ম সম্মেলন, শিক্ষাবৃত্তি প্রদান, সম্মাননা স্মারক প্রদান, মন্দির নির্মাণ কাজের উদ্বোধন, গীতি নৃত্য নাট্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বসন্ত সাহিত্য আসর
পরবর্তী নিবন্ধরমজানে নিরাপত্তা জোরদারের তাগিদ