তিনদিনের সরকারি সফরে চট্টগ্রাম আসছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে সোনার বাংলা ট্রেনযোগে চট্টগ্রাম আসবেন তিনি। অর্থ প্রতিমন্ত্রী, আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপির চট্টগ্রাম আগমন উপলক্ষে উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। বেলা ১১টায় চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। গণ–সংবর্ধনায় উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান অনুরোধ জানিয়েছেন।
সদ্য নিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান প্রথমবারের মতো আজ চট্টগ্রাম আসছেন। এখানে এসে প্রথমে তিনি দুপুরে চন্দনপুরা বংশাল বাড়িতে বাবা–মায়ের কবর জেয়ারত করবেন। দুপুর ২টায় চট্টগ্রাম সার্কিট হাউজে উপস্থিত হবেন। বিকেল ৩ টায় এম এ আজিজ স্টেডিয়ামে জয়বাংলা কনসার্টে যোগ দেবেন।
আগামীকাল শুক্রবার নিজ বাসভবনে অবস্থান করবেন। পরের দিন ৯ মার্চ শনিবার সকাল ১১ টায় কর্ণফুলীর মইজ্জ্যারটেক চত্বরে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসনের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে হেল্থ ক্যাম্প উদ্বোধন করবেন। একই দিন দুপুরে আনোয়ারা হযরত শাহ মোহছেন আউলিয়ার মাজার জেয়ারত শেষে নিজ বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেল ৩ টায় আনোয়ারা কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ ও প্রশাসনের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
১০ মার্চ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সড়ক পথে আনোয়ারা নিজ বাসা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হবেন।প্রসঙ্গত, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারের মেয়ে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৯ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হন। এছাড়া তিনি মহিলা আওয়ামী লীগের সহ–সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ওয়াসিকা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর জন্য কাজ করা ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ নামক নেটওয়ার্কের ভাইস চেয়ারপার্সন। এছাড়া তিনি চিটাগং আর্টস কমপ্লেক্সের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০২১ সালের জুনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হন।












