আজ চট্টগ্রাম আসছে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক টিম

অংশ নেবে দক্ষিণ, উত্তর ও মহানগর কমিটির সভায়, নড়েচড়ে বসছেন পদ প্রত্যাশীরা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ নভেম্বর, ২০২১ at ৬:৪৭ পূর্বাহ্ণ

তিনদিনের সাংগঠনিক সফরে আজ চট্টগ্রাম আসছেন যুবলীগের কেন্দ্রীয় টিমের সদস্যরা। মূলত চট্টগ্রামে ঝিমিয়ে পড়া যুবলীগকে চাঙা করতে আজ রোববার থেকে ধারাবাহিকভাবে দক্ষিণ জেলা, উত্তর জেলা এবং মহানগর যুবলীগের বর্ধিত সভায় অংশ নেবেন নেতৃবৃন্দ। আজ প্রথমদিন দক্ষিণ জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতাদের চট্টগ্রাম আগমনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে নতুন কমিটির পদ প্রত্যাশী ও ত্যাগী নেতাকর্মীদের মধ্যে। কেন্দ্রীয় নেতাদের আগমনকে স্বাগত জানিয়ে নগরীর জামালখান এলাকা ডিজিটাল ব্যানার-ফেস্টুনে ভরে গেছে।
এদিকে বর্ধিত সভায় তৃণমূলের নেতাদের কাছ থেকে কেন্দ্রীয় নেতারা জানবেন সংগঠনের সাংগঠনিক অবস্থা। টিমের সদস্যরা বর্ধিত সভার বাস্তব চিত্র যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত আকারে পেশ করার পর শুরু হবে মহানগর-উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের নতুন কমিটি গঠন প্রক্রিয়া। চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে দক্ষিণ জেলা, উত্তর জেলা ও মহানগর যুবলীগের তিনদিনের ধারাবাহিক বৈঠকে অংশ নেবেন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈমসহ চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ। এছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবলীগের চট্টগ্রামের নেতারা।
এ ব্যাপারে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা আজাদীকে বলেন, কেন্দ্রীয় যুবলীগের বিভাগীয় টিমের নেতারা তিনদিনের সফরে রোববার চট্টগ্রাম আসছেন। ২৮ নভেম্বর থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা, উত্তর জেলা ও মহানগর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আজ রোববার প্রথমদিন দক্ষিণ জেলা যুবলীগের বর্ধিত সভা বেলা ২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় (২৯ নভেম্বর) ও তৃতীয় দিন (৩০ নভেম্বর) একই ভেন্যুতে যথাক্রমে চট্টগ্রাম উত্তর জেলা ও মহানগর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। মূলত দেশব্যাপী যুবলীগকে চাঙা করতে সাংগঠনিক সফরের অংশ হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রাম আসছেন।
কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দের সাংগঠনিক সফরের মধ্যদিয়ে চট্টগ্রামে যুবলীগের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হবে বলে মনে করেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ পাল দেবু। তিনি জানান, কেন্দ্রীয় নেতাদের কাছে পেলে তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত হন, নিজেদের কথা বলার সুযোগ পান। নগর যুবলীগের রাজনীতিতে দীর্ঘদিনের অনেক ত্যাগী নেতাকর্মী আছেন যারা বছরের পর বছর অপেক্ষা করছেন নতুন নেতৃত্বের জন্য। এবার কেন্দ্রীয় যুবলীগের কাছে তৃণমূলের এসব ত্যাগী নেতাকর্মী সঠিকভাবে মূল্যায়িত হবেন বলে আশাবাদী।
এদিকে নগর যুবলীগ নেতা ও নগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য দিদারুল আলম দিদার জানান, দীর্ঘদিন ধরে নগর যুবলীগের সম্মেলন না হওয়ায় নতুন নেতৃত্ব গড়ে উঠেনি। সংগঠন ঝিমিয়ে পড়েছে। তৃণমূলের মধ্যে একটা হতাশা ভাব বিরাজ করছে। নগর যুবলীগের অনেক ত্যাগী নেতাকর্মী বছরের পর বছর অপেক্ষা করছে। সংগঠনের পরীক্ষিত ত্যাগী নেতাদের হাতে নেতৃত্ব আসলে সংগঠন অনেক বেশি শক্তিশালী হবে।

পূর্ববর্তী নিবন্ধসংসদে মহাসড়ক বিল পাস
পরবর্তী নিবন্ধ২৭ দিন পর খুলল চমেক