আজ ক্বণনের তিন যুগ পূর্তি উৎসবের সমাপনী অনুষ্ঠান

| শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৭:৩০ পূর্বাহ্ণ

আজ শুক্রবার সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের তিন যুগ পূর্তি উৎসবের সমাপনী অনুষ্ঠান। এ আয়োজনে ‘জীবনে, নাটকে ও কবিতায় সংযোগ’ শীর্ষক কথামালা উপস্থাপন করবেন কোলকাতার খ্যাতিমান অভিনেতা ও বাচিক শিল্পী দেবশঙ্কর হালদার।

বিশেষ অতিথি কভলপযন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। আমন্ত্রিত আবৃত্তি শিল্পী থাকছেন কোলকাতার আবৃত্তি শিল্পী সৌমিত্র ঘোষ। সভাপতিত্ব করবেন ক্বণন সভাপতি মোসতাক খন্দকার।প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধসুরাইয়া কবির চৌধুরী
পরবর্তী নিবন্ধআজ আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সাধারণ সভা