কমিউনিটি পুলিশিং একটি সাংগঠনিক দর্শন ও ব্যবস্থাপনা; যা জনগণকে সম্পৃক্ত করে। সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও আজ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ পালন করা হচ্ছে।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এ বছর অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীসহ সারাদেশে অনুষ্ঠিত হবে নানা ধরনের অনুষ্ঠান।
চট্টগ্রামে কর্মসূচি : সিএমপি সূত্র জানিয়েছে, কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় নগরীর দামপাড়াস্থ পুলিশ লাইন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হবে। এরপর সিএমপির মাল্টিপারপাস শেডে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিকাল ৪টায় একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।