সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আবুল অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল মিয়া ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষ্যে তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হালিশহরের আবুলিয়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, আবুলিয়া দাতব্য চিকিৎসালয় আবুলিয়া সাইক্লোন শেল্টার, আবুলিয়া মাদ্রাসা, আবুল মিয়া নগর স্বাস্থ্য কেন্দ্র, আবুল মিয়া মেমোরিয়াল কিন্ডারগার্ডেন, আবুল স্কোয়ার জামে মসজিদ ও আবুল মিয়ার পরিবারের উদ্যোগে হালিশহর বড়পুলস্থ পারিবারিক কবরস্থানে মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হবে। অবিনাশী-৭১, মুক্তিযুদ্ধ প্রয়াত নেতা সন্তান পরিষদের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠান বিকাল ৩.৩০ টায় সংগঠনের শ্রম বিষয়ক সম্পাদক আবুল মিয়ার সন্তান মো. বেলাল মিয়ার বাসভবনে অনুষ্ঠিত হবে। অবিনাশীর সভাপতি সাইফুদ্দিন খালেদ বাহার ও সাধারণ সম্পাদক পারভেজ মান্নান সকলকে উপস্থিতি থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।










