স্থগিত আইপিএল আজ থেকে আবার শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ভারতে ১৪তম আইপিএল শুরু হয়েছিল গত এপ্রিলের শুরুতে। ওই সময়টাতে দেশটির করোনা পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে গেলে আইপিএল স্থগিত করা হয়।
বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান এবারও গেছেন আইপিএল খেলতে। কয়েক মৌসুম পর এবার কলকাতা নাইট রাইডার্সে ফেরা সাকিব অবশ্য স্থগিত হওয়ার আগে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি। তবে মোস্তাফিজুর রহমান আছেন দারুণ ফর্মে। সে হিসেবে রাজস্থান রয়্যালসের হয়ে আলো ছড়ানোর সম্ভবনা মোস্তাফিজের। আজ স্থগিত আইপিএলের শুরুর দিনে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। সাকিবের কলকাতা মাঠে নামবে সোমবার, প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মোস্তাফিজের রাজস্থান মাঠে নামবে ২১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।