আজ আনজুমানে আশেকানে মদিনার মাসিক মাহফিল

| রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

আনজুমানে আশেকানে মদিনার উদ্যোগে মাসিক খতমে কোরান, খতমে গাউছিয়া, গিয়ারবি শরিফ, বারবি শরিফ, ছয় শরিফ দোয়া মাহফিল ও বিশেষ আখেরি মোনাজাত আজ রোববার বাদে মাগরিব নগরীর চকবাজার ১৬৮ জয়নগর ২ নং লেইনে বাগদাদিয়া খানকাহ শরিফে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকার জন্য পীরে তরিকত শাহ মোহাম্মদ আবদুল হালিম আল-মাদানী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে সূর্যব্রত মেলা শুরু আজ
পরবর্তী নিবন্ধজনদুর্ভোগ লাঘবে সরকার সচেষ্ট নয়