‘আগামীর স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নেতৃত্ব দরকার’

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ অক্টোবর, ২০২৩ at ৭:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সাবেক সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল কৈয়ুম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আগামীর স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নেতৃত্ব দরকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি গত রোববার চট্টগ্রাম১৪ (চন্দনাইশসাতকানিয়া আংশিক) নির্বাচনী এলাকায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে একথা বলেন। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দেয়া হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে স্মার্ট সমাজ, স্মার্ট বিজনেসম্যান দরকার। যদি আমরা স্মার্ট না হয়, তাহলে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। দক্ষিণ চট্টগ্রামে চিকিৎসা সেবার আধুনিকায়নে চন্দনাইশে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার কথা উল্লেখ করেন তিনি। বঙ্গবন্ধু টানেল হয়ে চট্টগ্রাম নগরীর সাথে কক্সবাজারবান্দরবানের সহজ যোগাযোগের মাধ্যম গাছবাড়িয়াবরকলআনোয়ারা সড়কটি প্রশস্তকরণের জন্য অগ্রনী ভূমিকা পালন করার কথাও বলেন তিনি। আগামী নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেলেও দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার ঘোষণা দেন। মতবিনিময় সভায় চন্দনাইশে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় ইয়াছিন চৌধুরী দুলাল, খালেদা আকতার চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচবি ৩৯তম ব্যাচ ও এপিক হেলথ কেয়ারের সেবা চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধশান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে