আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৩ মার্চ, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

আনোয়ারায় স্বাধীনতার মাস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট গতকাল সন্ধ্যায় উপজেলা জিমনেসিয়ামে শুরু হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি মো. ইশতিয়াক ইমন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, সরকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, কৃষি অফিসার রমজান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, বরুমছড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্‌ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমহানগরী স্কুল হ্যান্ডবল লিগের ফলাফল
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন