অসাংবিধানিক সরকার মেনে নেয়া হবে না

১৪ দলেন সভায় সুজন

| রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশে অসাংবিধানিক সরকার মেনে নেয়া হবে না বলে মন্তব্য করেছেন মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন। গত শুক্রবার দারুল ফজল মার্কেটস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলের এক সভায় সভাপতির বক্তব্যে উক্ত মন্তব্য করেন তিনি।

খোরশেদ আলম সুজন বলেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশকে আবারো পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র শুরু হয়। বাংলাদেশ আজ বিশ্বে একটি অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই। পাশাপাশি দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, যোগাযোগসহ সব ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন করে যাচ্ছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর উন্নয়নের এ অগ্রযাত্রাকে পিছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা।

এ দেশের মানুষ তাদের সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করবে বলেও মন্তব্য করেন তিনি। ওয়ার্কার্স পার্টি জেলা সাধারণ সম্পাদক শরীফ চৌহানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জসিমুদ্দিন বাবুল, গাজী মো. আলমগীর কবির, বেলায়েত হোসেন, মোহাম্মদ হোসাইন, জসিম উদ্দিন ভুঁইয়া, নজরুল ইসলাম আশরাফী, মিটুল দাশগুপ্ত, বাপন দাশগুপ্ত,ফয়েজ উল্লাহ মজুমদার, আল আমিন হাওলাদার, মুহাম্মদ আব্দুল খালেক তাহেরী, রায়হান উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআর্কের পারিবারিক কাউন্সিলিং
পরবর্তী নিবন্ধকালামিয়া বাজারে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল