অবৈধ স্থাপনা ভেঙে সরকারি ভূমি উদ্ধার

ফৌজদারহাট মেরিন ড্রাইভে অভিযান

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে সড়কের পাশের সরকারি জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার বিকালে উপজেলার ফৌজদারহাট মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে তোলা ওশান মেরিটাইম একাডেমিতে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওশান মেরিন একাডেমির ম্যানেজার মো. রাশেদ বলেন, তারা চুক্তি ভিত্তিতে এখানে শিক্ষার্থীদের ৬ মাসের কোর্স করান। বর্তমানে প্রতিষ্ঠানটিতে তাদের ৮৪ জন শিক্ষার্থী রয়েছে। তাদের প্রতিষ্ঠানটি সরকারি খাস জায়গায় গড়ে তোলার কথা স্বীকার করে তিনি আরো বলেন, জায়গাটি তারা লিজ নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি লিজ পান ফের প্রতিষ্ঠানটি চালু করবেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু দখলদাররা অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় অভিযান চালানো হয়। অভিযানে বুলডোজার দিয়ে প্রায় ৩০শতক জায়গায় উপর অবৈধভাবে গড়ে তোলা তিনটি অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে সেখানে সাইনবোর্ড ও লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। বেহাত হওয়া সরকারি জায়গা উদ্ধারে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ৩০ ব্যারেল চোরাই তেলসহ অয়েল ট্যাংকার জব্দ
পরবর্তী নিবন্ধএরদোয়ানের কাছে এখন কী আশা করতে পারে বিশ্ব?