অবশেষে রাউজানের সেই নবজাতক উদ্ধার

রাউজান প্রতিনিধি | বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৬:২৯ পূর্বাহ্ণ

রাউজানের ব্রাহ্মনহাটে গত শুক্রবার সন্ধ্যায় মানসিক প্রতিবন্ধি নারীর জন্ম দেয়া সন্তানটি পুলিশ উদ্ধার করেছে গতকাল মঙ্গলবার। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন জানিয়েছেন গতকাল বিকেল সাড়ে ৩টায় ব্রাহ্মনহাটে নিকটবর্তী কলোনী থেকে নবজাতকটি উদ্ধার করে থানায় আনা হয়। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আদালতের দারস্থ হবে পুলিশ। আদালত সিদ্ধান্ত দেবে নবজাতকটিকে মানসিক ভারসাম্যহীন মায়ের কাছে হস্তান্তর করবে নাকি যার হেফাজত থেকে নবজাতক উদ্ধার করা হয়েছে তাকে দেয়া হবে।
উল্লেখ্য যে, যে পরিবারটি নবজাতকটি মায়ের কাছ থেকে নিয়েছিল তারা ছিলেন নিঃসন্তান। শিশুটি চুরি করে নিয়ে যাওয়ার পর তারা শিশুটিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছিলেন লালনপালনের আশায়।

পূর্ববর্তী নিবন্ধদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখছে যুব মহিলা লীগ
পরবর্তী নিবন্ধটেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার